:::: শেখ সেলিম আরও বলেন, তদন্তে শত শত কোটি টাকা আত্মসাৎকারী গ্যাম্বলারদের (বাজিকর) নাম এসেছে। কিন্তু আজ পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অর্থমন্ত্রী, সংসদীয় কমিটির সভাপতি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর শেয়ার কারসাজির ব্যাপারে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তাঁদের এমন সমন্বয়হীন বক্তব্যে শেয়ারবাজারে অস্থিরতা দিন দিন বাড়ছে। সরকারের মুখপাত্র একজন হবেন, ১০ জন হতে পারেন না। শেখ সেলিম পুঁজিবাজার কারসাজির ঘটনা তদন্তকারী কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদের বিরুদ্ধে মামলা হওয়ার ঘটনায়ও ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে বিনিয়োগকারীদের আয়ের ওপর করারোপ, টিআইএন (কর চিহ্নিতকরণ নম্বর) বাধ্যতামূলক করা এবং বিক্ষোভকারীদের চিহ্নিত করতে তদারক দল ও সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে তিনি অর্থমন্ত্রীকে প্রশ্ন করেন, কাদের নজরদারি করার জন্য মতিঝিলে সিসি টিভি বসানো হবে। শেয়ারবাজার যাঁদের বুকে আঘাত দিয়েছে, তাঁরাই তো মতিঝিলের রাস্তায় নামেন।