(৮৬৯) স্কয়ার টেক্সটাইলের

শেয়ারবাজার :::: স্কয়ার টেক্সটাইল জানিয়েছে, গত ৩১ মার্চের অনিরীক্ষিত ত্রৈমাসিক হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির কর-পরবর্তী মোট লাভ ২০,৭২,৯০,০০০ টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) .৫৫ টাকা ২০১০ সালের ওই তিন মাসে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী মোট লাভ ছিল ১৬,৮৬,১০,০০০ টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) .০৮ টাকা