(১০৪৩) শেয়ারের দর সম্পূর্ণ বিনিয়োগযোগ্য অবস্থানে চলে এসেছে

শেয়ারবাজার :::: এসইসি পুনর্গঠনে দীর্ঘসূত্রতাও বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে কোরামের অভাবে বাজারে গতি ফেরানোর মতো নীতি-নির্ধারণী কোন সিদ্ধানত্ম নিতে পারছে না এসইসি চেয়ারম্যান একজন সদস্য নিয়োগ হলেও বাকি তিনটি সদস্য পদে কারা আসছেন_ বিষয়ে স্পষ্ট কোন ধারণা পাওয়া যাচ্ছে না এসব পদে কারা আসেন এবং নতুন কমিশন শুরম্নর দিকে কী ধরনের সিদ্ধানত্ম নেবে_ এসব বিষয় পর্যবেৰণ করছেন অনেক বিনিয়োগকারী পুনর্গঠিত এসইসির দৃষ্টিভঙ্গি বোঝার পর পরবর্তী সিদ্ধানত্ম নিতে চান তাঁরা বিনিয়োগকারীদের একাংশের ধরনের মনোভাবও লেনদেন কমার ৰেত্রে ভূমিকা রাখছে
এদিকে বাজারে নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকায় বিনিয়োগকারীদের মধ্যে হতাশা বেড়েই চলেছে বাংলাদেশ ফান্ড বিনিয়োগ কার্যক্রম শুরম্ন করলে বাজার ঘুরে দাঁড়াবে_এমন প্রত্যাশা থাকলেও এখন পর্যনত্ম তা পূরণ হয়নি বিনিয়োগকারীরা তাঁদের পুঁজি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমতে কমতে গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বাজারে শেয়ারের দর সম্পূর্ণ বিনিয়োগযোগ্য অবস্থানে চলে এলেও বিনিয়োগে আগ্রহ দেখা যাচ্ছে না