(১০৬৫) শ্রী তপন স্বর্ণকারের মৃত্যুতে

 ভারতের হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের সদস্য শ্রী তপন স্বর্ণকারের মৃত্যুতে সে দেশের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন শনিবার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রেখেছে

ফলে সে দেশ থেকে কোনো পণ্যবাহী ট্রাক এদেশে আসেনি কিংবা এদেশ থেকে কোনো পণ্যবাহী ট্রাক ভারতে যায়নি

রোববার বন্দর দিয়ে আবার আমদানি-রপ্তানি শুরু হবে জানিয়েছে বাংলাহিলি সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে

এবিষয়ে বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিন বাংলানিউজকে বলেন, ‘ভারত হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক কুমার - স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সকাল ১০টায় হিলির সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি/সম্পাদক বরাবর সিদ্ধান্তের কথা জানানো হয়

অপরদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরল ফেরদৌস জানান, চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে