(১৩৪২) আরও বেশি গুরুত্ব

শেয়ারবাজার :::: এসইসির চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন বলেন, ‘নৈতিকতার দিক থেকে এসইসিকে গড়ে তুলতে হবে এক্ষেত্রে ভলাটিলিটি মনিটরিং সার্ভিসকে আরও বেশি গুরুত্ব দিতে হবে মার্কেটের আস্থা ফিরিয়ে আনতে হবে।’

পাশাপাশি ডিমান্ড সাপ্লাইয়ের ক্ষেত্রে সমম্বয় রাখার কথা উল্লে করে তিনি বলেন, ‘তা না হলে একটি গ্যাপ সৃষ্টি হয়, সেই গ্যাপেই বাজার বিভিন্ন আচরণ করে।’