(৬৬৫) 'আমাদের মেরে ফেলুন'- লেখা প্ল্যাকার্ড--বিক্ষোভ-ভাংচুর

শেয়ারবাজার :::: ঢাকার পুঁজিবাজারে সপ্তাহের প্রথম দিনে দুই ঘণ্টার লেনদেনে সূচক ২০০ পয়েন্ট কমে যাওয়ার পর বিক্ষোভ শুরু করেছে বিনিয়োগকারীরা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেন শুরুর পৌনে দুই ঘণ্টায় সাধারণ সূচক কমেছে ২০১ পয়েন্ট এরপর তা একটি বাড়লেও আবার কমছে কমেছে প্রায় সব শেয়ারের দাম

 দুপুর ১টার দিকে মতিঝিলে ডিএসইর সামনে বিক্ষোভ শুরু করে বিনিয়োগকারীরা ডিএসইর সামনে সমাবেশও করে তারা 'আমাদের মেরে ফেলুন'- লেখা প্ল্যাকার্ড ছিলো তাদের


বিনিয়োগকারীদের অভিযোগ, দরপতন হলেও তা ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিষ্ঠানগুলো কোনো পদক্ষেপ নিচ্ছে না


বিক্ষোভের কারণে ডিএসইর সামনের সড়কের এক পাশে গাড়ি চলাচল বন্ধ রয়েছে বিপুল সংখ্যক পুলিশও রয়েছে সেখানে


ডিএসইতে দুপুর ১টা ১৯ মিনিটে সূচক ছিলো ৫৭১১ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ১৮৮ পয়েন্ট দশমিক ১৯ শতাংশ কম গত বৃহস্পতিবার সূচক কমেছিলো ৫৯ পয়েন্ট


ওই সময় পর্যন্ত ২৫০ কোটি টাকার শেয়ার হাতবদল হয় গত দিনে লেনদেনের পরিমাণ ছিলো ৫৩১ কোটি টাকা


লেনদেন হওয়া ২৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দামই কমেছে, বেড়েছে ৪টির