শেয়ারবাজার :::: বাজারের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি বলেন, শেয়ারবাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সরকার উভয় সংকটে রয়েছে—একদিকে বাজারের স্থিতিশীলতা প্রতিষ্ঠা, অন্যদিকে বাজারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থা পুনর্গঠনসহ দোষীদের শাস্তি প্রদান। যোগাযোগ করা হলে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও জেনিথ ইনভেস্টমেন্ট লিমিটেডের আরিফ খান বলেন, ‘শেয়ারবাজার নিয়ে সরকার, বাংলাদেশ ব্যাংক, এসইসি থেকে শুরু করে বাজারসংশ্লিষ্ট সবাই ভুল করেছে। সেই ভুলের প্রায়শ্চিত্ত এখন করতে হচ্ছে।’ তিনি বলেন, এ ভুল যাতে ভবিষ্যতে না হয়, সে জন্য সংশ্লিষ্ট সব পক্ষকেই সমন্বিতভাবে কাজ করতে হবে।