শেয়ারবাজার :::: মাত্র সাড়ে চার বছরে বাংলাদেশের শেয়ারবাজার থেকে তিন হাজার ৮৭৭ কোটি ৫৩ লাখ টাকা দেশের বাইরে চলে গেছে। ২০০৬ সালের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত এ অর্থের সমপরিমাণ ৫৩ কোটি ১০ লাখ ডলার বিদেশি বিনিয়োগকারীরা ব্যাংকের মাধ্যমে নিয়ে যান। আর এ সময়ে বিদেশি বিনিয়োগকারীরা মুনাফা করেন এক হাজার ৫৭৫ কোটি ৭ লাখ টাকা (প্রায় ২১ কোটি ৫০ লাখ ডলার)। এর মধ্যে এবারের শেয়ারবাজার বিপর্যয়ের কাছাকাছি সময় অর্থাৎ জুলাই ২০১০ থেকে জানুয়ারি ২০১১ পর্যন্ত তাঁদের মুনাফার পরিমাণ ছিল ৬১১ কোটি ৩৫ লাখ টাকা (প্রায় আট কোটি ৪০ লাখ ডলার)।