(১৩৬৯) একজন ব্রিটিশ টুইটার ব্যবহারকারী সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ না করায়

 :::: সামাজিক যোগাযোগের জনপ্রিয় নেটওয়ার্ক ক্ষুদ্রপরিসরে ব্লগিংয়ের সাইট টুইটারের বিরুদ্ধে সাউথ টাইনসাইড কাউন্সিল নামে যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের স্থানীয় কর্তৃপক্ষ মামলা ঠুকে দিয়েছে একজন ব্রিটিশ টুইটার ব্যবহারকারী সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ না করায় মামলাটি করা হয়েছে তাদের দাবি, ওই ব্লগারমি. মানকি’ (বানর) নামে টুইটারে নিয়মিত ব্লগিং করে সে তাদের কাউন্সিলরসহ অন্যান্য কর্মকর্তার বিরুদ্ধে মানহানিকর অনেক মন্তব্য প্রকাশ করেছে
পরে ওই কাউন্সিলের একজন মুখপাত্র বিবিসিকে নিশ্চিত করেছেন, ‘মামলা করার পর টুইটার ওই ব্যবহারকারী সম্পর্কে আমাদের আইনজীবীর কাছে তথ্য দিয়েছে এখন তথ্য বিচার-বিশ্লেষণ করা হচ্ছে।’
তবে টুইটারের পক্ষ থেকে ব্যাপারে প্রাথমিকভাবে কোনো মন্তব্য জানা যায়নি