(১৩৯৪) ঋণ আদায়ে ব্যাংক

শেয়ারবাজার :::: দেশের ঋণখেলাপিদের কাছ থেকে বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায়ে ব্যাংক আর্থিক বিভাগের কাছে পৃথক আর্থিক আদালত গঠনের সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভা থেকে সুপারিশ করা হয়
বিষয়ে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় চাকরিজীবীসহ সাধারণ নাগরিককে শহরে বাড়িঘর কেনা নির্মাণের জন্য সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়ার পরামর্শ দেওয়া হয় ছাড়া সব ধরনের ভবন নির্মাণের সময় রিখটার স্কেলে কমপক্ষে মাত্রার ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণের জন্য গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ভবন সঠিকভাবে নির্মাণ করা হয় কি না, তা পর্যবেক্ষণ করার জন্য প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ করা হয় প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণে ত্রুটি প্রমাণিত হলে এর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়
কমিটির সভাপতি অলি আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী আবদুল করিম খন্দকার, হামিদা বানু শোভা, মোহাম্মদ নজরুল ইসলাম এনামুল হক অংশ নেন