(১০০০) যৌন নিপীড়নের অভিযোগে

শেয়ারবাজার :::: যৌন নিপীড়নের অভিযোগ বর্তমানে নিউ ইয়র্কের রিকারস আইল্যান্ড কারাগারে আটক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান দমিনিক স্ত্রস কান পদত্যাগ করেছেন আইএমএফের এক বিবৃতিতে কথা জানানো হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান কান যৌন নিপীড়নের অভিযোগ বর্তমানে নিউ ইয়র্কের রিকারস আইল্যান্ড কারাগারে আটক রয়েছেন তাঁকে কড়া নিরাপত্তায় পর্যবেক্ষণ করা হচ্ছে এক হোটেলকর্মীকে ধর্ষণ চেষ্টা জোর করে আটকে রাখার চেষ্টার অভিযোগে স্ত্রস কানকে গ্রেপ্তার করা হয় তবে তার আইনজীবীরা অভিযোগ অস্বীকার করেছেন অভিযোগ প্রমাণিত হলে তার ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান দমিনিক স্ত্রস কানের পদত্যাগের বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা কল্পনা চলছিল এরআগে প্যারিসগামী একটি বিমান থেকে গ্রেপ্তার করা হয় আইএমএফ প্রধানকে এক নারী হোটেলকর্মীকে ধর্ষণ চেষ্টা আটকে রাখার অভিযোগে কানকে গ্রেপ্তার দেখানো হয় আদালত কানের জামিন আবেদন নাকচ করে দেয় কারণ হিসেবে আদালত জানায়, জামিনে মুক্ত হয়ে কান প্যারিসে পালিয়ে যেতে পারেন শুক্রবার তাকে আবারও আদালতে হাজির করার কথা রয়েছে কানের আইনজীবী বেঞ্জামিন ব্রাফম্যান বলেছেন, তাঁরা নতুন করে কানের জামিন আবেদন করবেন কানের আইনজীবীরা আরো জানিয়েছেন, তাঁরা ১০ লাখ ডলারের বিনিময়ে কানের জামিন প্রার্থনা করবেন ছাড়া জামিনে থাকা অবস্থায় কানকে ইলেকট্রনিক ট্যাগ দেওয়া, পাসপোর্ট হস্তান্তর কড়া নজরদারির প্রস্তাব দেবেন
সূত্র : রয়টার্স, আল-জাজিরা