(৮৭৭ ) সীমা দুই লাখ ২৫ হাজার টাকা

শেয়ারবাজার :::: আগামী ২০১১-১২ অর্থবছরের জাতীয় বাজেটে শিল্পের মৌলিক কাঁচামাল মূলধনি যন্ত্রপাতির আমদানি শুল্ক হার কমিয়ে এক শতাংশ নির্ধারণ চান ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষস্থানীয় সংগঠন বাংলাদেশ শিল্প বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)
একই সঙ্গে ব্যক্তিপর্যায়ে করমুক্ত আয়ের সীমা দুই লাখ ২৫ হাজার টাকায় নির্ধারণ এবং কর অবকাশসুবিধা রপ্তানি খাতে নগদ সহায়তাব্যবস্থা অব্যাহত রাখারও পক্ষে এফবিসিসিআই