(৮৩০) বাজার এ অবস্থায় পড়ে থাকবে না,আরো ভাল হবে

শেয়ারবাজার :::: বিনিয়োগকারীদেরও আতঙ্ক না হওয়ার পরার্মশ দিয়ে ডিএসই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এহসানুল ইসলাম বলেন, বাজার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে
বাজার অবস্থায় পড়ে থাকবে না
ডিএসই’র পাশাপাশি সরকারও বাজার স্বাভাবিক করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে
বিনিয়োগকারীদের ধৈর্য ধরার কথা বলেন এহসানুল ইসলাম

তিনি বলেন, শেয়ারবাজার একটি দীর্ঘ মেয়াদী বিনিয়োগের স্থান
এখানে স্বল্প মেয়াদী না করে তিনি বিনিয়োগকারীদের দীর্ঘ মেয়াদী বিনিয়োগ করার পরার্মশ দেন