শেয়ারবাজার :::: বাজারসংশ্লিষ্ট অনেকের মতে, পুঁজিবাজারের কারসাজির ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন প্রকাশ হওয়ার পরও সরকারের অবস্থান সম্পর্কে অনিশ্চয়তায় বাজারে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থার সংকট তৈরি করেছে। আর আস্থাহীনতার কারণে অনেক বড় বিনিয়োগকারীর পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীরাও বাজার থেকে দূরে রয়েছেন। বাজারে তীব্র তারল্য-সংকট থাকার বিষয়টিও বাজারে মন্দা পরিস্থিতি তৈরি করেছে।