(১১৫৯) আনোয়ার গ্যালভানাইজিং, অলটেক্স অনলাইন এবং ঝিলবাংলা

শেয়ারবাজার :::: অস্বাভাবিক দর বাড়ার কারণে পুঁজিবাজারে তালিকাভুক্তজেড ক্যাটাগরির’ তিন কোম্পানির বিরুদ্ধে তদন্তের সিন্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিগুলো হচ্ছে- আনোয়ার গ্যালভানাইজিং, অলটেক্স অনলাইন এবং ঝিলবাংলা সুগার মিলস লি:

এর মধ্যে অস্বাভাবিক দর বাড়ার কারণে দুই কোম্পানি অলটেক্স অনলাইন আনোয়ার গ্যালভানাইজিং লেনদেন গত ১৮ এপ্রিল বন্ধ করে দেয় ডিএসই এছাড়া দুই বার সাময়িকভাবে লেনদেন স্থগিত করা হয়েছিল ঝিলবাংলার

ডিএসই’র সার্ভেলেন্স বিভাগ সূত্রে তথ্য জানা যায়

বিষয়ে ডিএসই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহসানুল ইসলাম টিটোর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয় আমি এখনো কিছু জানি না তবে বিষয়গুলো দেখেন ডিএসই’র নির্বাহী কর্মকর্তা সতিপ্রতি মিত্র এবং ডিএসই’র সার্ভেলেন্স বিভাগ

তবে সতিপ্রতি মিত্রের সঙ্গে দেখা করতে চাইলে তিনি পিয়নকে দিয়ে জানান কাজের কারণে দেখা করতে পারবেন না