ব্যাংক ঋণ-আমানত অনুপাত বিভিন্ন ব্যাংকের এখন ৮৫ শতাংশের ওপরে রয়েছে। তাদের আমানত বৃদ্ধি এবং ঋণের অংক কমিয়ে আগামী জুন মাসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ আমানত অনুপাত নির্দেশিত মাত্রায় নামিয়ে আনার কথা বলা হয়েছে। জুনের মধ্যে যদি তা না করা হয়, তাহলে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানান ডেপুটি গভর্নর।