শেয়ারবাজার :::: পুঁজিবাজারের কিছু অস্বাভাবিক আচরণ বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে ধরা পড়েছিল ২০০৯ সালের শুরুতেই। তারও এক বছর পর ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে এক বিশেষ সেমিনারে পুঁজিবাজারের সম্ভাব্য ভয়াবহ পরিণতির পূর্বাভাস দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। সেমিনারে অংশগ্রহণকারী অর্থ মন্ত্রণালয়, এসইসি ও ডিএসই প্রতিনিধিদের কাছে বিশ্বের পুঁজিবাজারের বড় বড় ধসের প্রেক্ষাপট তুলে ধরে বুঝিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশের পুঁজিবাজারের পরিণতি কী হতে পারে। পরিস্থিতি এড়ানোর জন্য কার কী করণীয় তাও বলা হয়েছিল। সে অনুযায়ী বাংলাদেশ ব্যাংক আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করলেও অর্থ মন্ত্রণালয়, সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (এসইসি), ঢাকা স্টক এঙ্চেঞ্জ কর্তৃপক্ষ তেমন কোনো পদক্ষেপ নেয়নি। বরং অনেক ক্ষেত্রে কাজ করেছে উল্টো, যার অনিবার্য ফল ছিল ২০১০ সালের ডিসেম্বরে পুঁজিবাজারে ভূমিধস বিপর্যয়।