(৯২৬) ১০ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে এক হাজার কোটি টাকারও বেশি

শেয়ারবাজার :::: চলতি অর্থবছরের ১০ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে এক হাজার কোটি টাকারও বেশি আয়কর আদায় হয়েছে জুলাই থেকে এপ্রিল মাস পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের তৈরি আয়কর আদায়-সংক্রান্ত প্রতিবেদনে দেখা যায়, সময়ে আয়কর আদায় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৩.২০ শতাংশ বেশি
বিষয়ে রাজস্ব বোর্ডের আয়কর প্রশাসনের সদস্য সৈয়দ আমিনুল করিম কালের কণ্ঠকে বলেন, 'বাজেটে ঘোষিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে কর বিভাগকে সেই লক্ষ্যমাত্রা অর্জনের প্রচেষ্টা চালানো হচ্ছে, কর বিভাগের নজরদারি অব্যাহত রয়েছে তারই ধারাবাহিকতায় আয়করের উচ্চ প্রবৃদ্ধি আশা করি, অর্থবছরের পূর্ণাঙ্গ রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব আমরা'
কর বিভাগের ওই প্রতিবেদন থেকে জানা গেছে, এপ্রিল মাস পর্যন্ত মোট রাজস্ব লক্ষ্যমাত্রা ১৩ হাজার ৯৭৫ কোটি টাকা আর আদায় হয়েছে ১৪ হাজার ৯৮৯ কোটি টাকা এর আগের অর্থবছরে এপ্রিল মাস পর্যন্ত আদায় হয়েছিল ১১ হাজার ২৫৩ কোটি টাকা