শেয়ারবাজার :::: সার্বিক পরিস্থিতি নিয়ে ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, সামগ্রিকভাবেই বাজার এখন স্থবির হয়ে গেছে। কোনো কিছুই যেন এগোচ্ছে না। নতুন কোনো কোম্পানিও আসছে না। বাজারে গতি সঞ্চারের জন্য নতুন নতুন কোম্পানিকে বাজারে আসার সুযোগ করে দিতে হবে। বুক বিল্ডিং পদ্ধতিটি স্থগিত রাখা হয়েছে। এ পদ্ধতির যেখানে সংস্কার দরকার, সেটা দ্রুত করে যেসব কোম্পানি বাজারে আসার অপেক্ষায় ছিল, তাদের নিয়ে আসতে হবে। আবার বাংলাদেশ ফান্ডের মাধ্যমে কৃত্রিমভাবে বাজারকে ধরে রাখার চেষ্টা করা হয়েছে। দীর্ঘ মেয়াদে এটি বাজারের জন্য ভালো হবে না।