শেয়ারবাজার :::: পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে কোরাম সঙ্কটের কারণে নীতিগত অনেক বিষয়ে সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না বলে এসইসির পক্ষ থেকে বলা হয়েছে। এসইসির মুখপাত্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক সংবাদ সম্মেলনে বলেন, বাজারে স্থিতিশীলতার লক্ষ্যে কমিশন অগ্রাধিকার ভিত্তিতে বেশকিছু সমস্যার সমাধান করবে। এর মধ্যে কিছু কিছু বিষয় চিহ্নিত করা হয়েছে। তবে কমিশনের কোরাম সঙ্কটের কারণে এসব বিষয়ে সিদ্ধান্ত নেয়া সম্ভব হচ্ছে না। প্রধানমন্ত্রী দেশে ফিরে এলেই কমিশনের কোরাম সঙ্কটের সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।