শেয়ারবাজার তদন্ত কমিটির প্রতিবেদন এবং অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব পর্যবেক্ষণের আলোকে শেয়ারবাজার বিষয়ে বহুমুখী ব্যবস্থা নিচ্ছে সরকার। সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশনের (এসইসি) নতুন প্রধান নিয়োগসহ অভিযুক্ত কয়েক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শনিবার প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার সময় এ কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।