(৫০৩) পুঁজিবাজার এবং কার্ব মার্কেট

পুঁজিবাজারের উত্থান-পতনে দিলকুশা এলাকার রাস্তায় বৈদেশিক মুদ্রার কার্ব মার্কেটে মার্কিন ডলারের বেশ চাহিদা ও বড় মূল্য বৃদ্ধি ঘটেছিল। কয়েকজন কার্ব ব্যবসায়ী এ প্রতিবেদককে জানান, তাঁদের কাছ থেকে দিনশেষে কোনো একটি মহল সব ডলারই কিনে নিয়ে যেতেন। ওই সময় খোলাবাজারে কেবল ডলার বিক্রি করাই যাচ্ছিল, কেনা সহজ ছিল না।