(৫৫৬) অনেক কিছুই তো বললাম। নামটা না হয় এখন নাই বললাম

তদন্ত প্রতিবেদনে বাজার নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) দায়ী করা হলেও এর সঙ্গে দ্বিমত প্রকাশ করেন মুহিত

তবে তিনি বলেন, "সরকার মনে করে, পুঁজিবাজারের ওপর আস্থা নিশ্চিত করতে পুরো এসইসি পুর্নগঠন করা প্রয়োজন সে লক্ষ্য বাস্তবায়নে সরকার ইতোমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছে"

মুহিত এসইসিতে নতুন চেয়ারম্যান নিয়োগের কথা জানালেও কাকে নিয়োগ দেওয়া হয়েছে, তা প্রকাশ করেননি

তিনি বলেন, "নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে এসইসি' দু'জন নির্বাহী পরিচালকের (আনোয়ারুল কবির ভূঁইয়া তারিকুজ্জামান) বিরুদ্ধে সংশ্লিষ্ট চাকরিবিধি অনুযায়ী বিভাগীয় মামলা রুজু, প্রাক্তন (সদস্য মনসুর আলম) শীর্ষ নির্বাহীদের ব্যাপারে নিবিড় তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে"

তদন্ত কমিটি কাজ শুরুর আগেই আনোয়ারুলকে ওএসডি করা হয়

নতুন চেয়ারম্যানের নাম জানতে চাইলে মুহিত বলেন, "অনেক কিছুই তো বললাম নামটা না হয় এখন নাই বললাম দু-একদিন অপেক্ষা করুন, জানতে পারবেন"

"দুই জন সদস্যও নতুন নিয়োগ দেওয়া হবে এখন যারা আছেন, তাদের চলে যেতে হবে