(২৩০) অর্থমন্ত্রী এসব কথা বলেন।

 চলতি সপ্তাহের শেষের দিকে পুঁজিবাজারের পরিস্থিতি স্থিতিশীল হয়ে উঠবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের কাজ চলছে। এগুলোর সঠিক প্রয়োগ হলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।

মঙ্গলবার সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কথা দিয়ে কথা রাখছে না বলেও অভিযোগ করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তন করাও সঠিক হবে না। এক্ষেত্রে যেসব সিদ্ধান্ত হয়েছে তা বাস্তবায়নের সময় দিতে বিনিয়োগকারীদের ধৈর্য ধরার পরামর্শ দেন অর্থমন্ত্রী।

বাজারের কিছু কিছু ইতিবাচক দিক তৈরি হচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এর মধ্যে রয়েছে গ্রামীণ ফোনের ডিভিডেন্ট ঘোষণা।

বুক বিল্ডিংকে একটি ভালো পদ্ধতি উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের পুঁজিবাজারে এর সঠিক প্রয়োগ হয়নি বলেই তা কাজ করেনি।’

অভিযুক্ত ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী।