(২৬৬) আগামী সাত দিন

usb slot  সপ্তাহের প্রথম দিন রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনে বিক্ষোভ শুরু করেছে বিনিয়োগকারীরা।


আগামী সাত দিনের মধ্যে পুঁজিবাজার পরিস্থিতি ভালো না হলে হরতালসহ বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে তারা।


বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ক্ষুদ্র বিনিয়োগকারীরা এ হুমকি দেয়। এসময় তারা ব্যাংকিং খাতের বিনিয়োগ বাড়ানোরও দাবি জানায়।


রাজধানীর মধুমিতা সিনেমা হলের সামনের রাস্তা অবরোধ করেছে তারা। কয়েকজন বিনিয়োগকারী হাতে ঝাড়– নিয়ে স্লোগান দিচ্ছেন ‘জ্বালো জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো, ডিএসইর গদিতে আগুন জ্বালো।’


বিক্ষোভকারীরা পুঁজিবাজারের কুচক্রি মহলকে চিহ্নিত এবং অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন।


বিক্ষোভের কারণে রাস্তার দু’পাশে যানজটের সৃষ্টি হয়েছে।


মধুমিতা সিনেমা হলের সামনে থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেলও নিক্ষেপ করা হয়।


লেনদেনের দ’ঘণ্টায় ডিএসইর সাধারণ সূচক আগের কার্যদিবসের চেয়ে ৩১২.৬৯ পয়েন্ট কমেছে। এসময় এক লাখ ১৫ হাজার ৮৯৪টি শেয়ার লেনদেন হয়। যার মোট মূল্য ৫ কোটি ৫৪ লাখ ৪৭ হাজার ৯২৮ টাকা।


দুপুর ১টা পর্যন্ত লেনদেন হওয়া ২৫১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ৭টির। কমেছে ২৩৮টি কোম্পানির দাম। অপরিবর্তিত রয়েছে ৬টি কোম্পানির দাম।


পুঁজিবাজারে বিক্রেতা থাকলেও ক্রেতা নেই। বোকারেজ হাউজগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতও তেমন নেই।


গত সপ্তাহে ৫ কার্যদিবসে চারদিনই পুঁজিবাজারে দরপতন হয়। গড়ে সাধারণ সূচক কমে ৫৯৮ পয়েন্ট।


এদিকে দেশের বিভিন্ন জেলা থেকে বিনেয়োগকারীদের বিক্ষোভের খবর পাওয়া গেছে।