বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা

শেয়ারবাজারে দরপতনে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা রাজধানীর মতিঝিল দিলখুশার রাস্তায় নেমে এসেছে ফার্মগেট মিরপুর এবং চট্টগ্রামের আগ্রাবাদেও বিক্ষোভ করছে বিনিয়োগকারীরা তারা সরকারবিরোধী শ্লোগান দিচ্ছে মতিঝিল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব পুলিশ ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনের রাস্তা থেকে বেধড়ক লাঠিপেটা করে সরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ বিনিয়োগকারীদের লেনদেন বন্ধ করার সিদ্ধান্তের পর হাজার হাজার বিনিয়োগকারী ডিএসইর সামনেসহ আশপাশ এলাকার রাস্তায় নেমে আসে এসময় পুরো মতিঝিল এলাকা জনসমুদ্রে পরিণত হয় এক পর্যায়ে র‌্যাব পুলিশ লাঠিপেটা শুরু করে এতে চার সাংবাদিকসহ কমপক্ষে জন আহত হয় দৈনিক বাংলার মোড় থেকে ওদিকে ইত্তেফাক মোড় পর্যন্ত রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা চট্টগ্রাম শেয়ারবাজারে লেনদেন বন্ধ করে দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সোমবার লেনদেন শুরুর প্রথম ৫৫ মিনিটে আগের দিনের রেকর্ড ভেঙে মূল্যসূচক পড়ে যায় ৬৬০ দশমিক ৪৩ পয়েন্ট ডিএসইর সামনে সকাল থেকেই বিপুল সংখ্যক র‌্যাব-পুলিশ অবস্থান নিয়ে আছে