সিইও (CEO)-এর আশ্বাস

 
বুধবার লেনদেন বন্ধের পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সতীপতি মৈত্র ডিএসই ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে 'ভালো শেয়ার' বিক্রি না করার অনুরোধ জানান

"
বাংলাদেশের শেয়ারবাজার এখন ক্রান্তিকাল অতিক্রম করছে," উল্লেখ করে তিনি বলেন, "বিনিয়োগকারীদের প্রতি অনুরোধ তারা যেন ভালো শেয়ার বিক্রি করে না দেন
"
পুঁজিবাজারে তিন মাস বা চার মাসভিত্তিক সার্কিট ব্রেকার চালু করা যায় কি না সে বিষয়েও চিন্তা চলছে এসইসি' সঙ্গে ডিএসই সিএসই' আলোচনায় বিষয়টি ঠিক হবে বলে জানান সতীপতি মৈত্র

তবে আলোচনার কোনো সময় জানাননি তিনি