মিউচ্যুয়াল ফান্ড ট্রেডারদের জন্য সুখবর

মিউচ্যুয়াল ফান্ডের মার্জিন ঋণ প্রদানের ক্ষেত্রে ইউনিটের বাজার মূল্য প্রকৃত সম্পদমূল্যের (এনএভি) দেড়গুণের মধ্যে থাকার শর্ত প্রত্যাহার করেছে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এসইসির সিদ্ধান্তের ফলে মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউজগুলো আগামী জানুয়ারি থেকে এনএভি’র হিসাব ছাড়াই মিউচ্যুয়াল ফান্ড ইউনিট কেনার জন্য :. হারে মার্জিন ঋণ দিতে পারবে বুধবার কমিশনের মুলতবি সভায় এই সিদ্ধান্ত হয় এসইসি’র নির্বাহী পরিচালক কমিশনের মুখপাত্র আনোয়ারুল কবীর ভুঁইয়া সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন
এছাড়াও সভায় মিউচ্যুয়াল ফান্ডের প্লেসমেন্ট বরাদ্দের ক্ষেত্রে ব্যক্তি বিনিয়োগকারীদের সর্বোচ্চ সীমা ১০ লাখ টাকা থেকে বাড়িয়ে ২৫ লাখ করা হয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্লেসমেন্ট বরাদ্দের ক্ষেত্রে কোনও রকম সীমা থাকছে না অন্যদিকে, এখন থেকে মিউচ্যুয়াল ফান্ডগুলো বুকবিল্ডিং পদ্ধতিতে দরপ্রস্তাব (বিডিং) প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে সম্পদ ব্যবস্থাপনা মিউচ্যুয়াল প্রতিষ্ঠানগুলো তার আওতায় থাকা প্রতিটি মিউচ্যুয়াল ফান্ডের জন্য আলাদাভাবে আবেদন করতে পারবে কোম্পানির শেয়ার বরাদ্দের জন্য