ডিএসইতে দুপুর ২টা পর্যন্ত ২৪২টি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩৩টির দামই কমছে। বেড়েছে আটটির, অপপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এদিকে বিক্ষোভের পরপরই পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এক জরুরি বৈঠকে বসে। বৈঠকে আগামী ২ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া বর্ধিত মেম্বার মার্জিন জমা দেওয়ার হার পুনর্নিধারণের সিদ্ধান্ত বাতিল করা হয়।
আগের সিদ্ধান্তে ব্রোকারেজ হাউজগুলোর শেয়ার লেনদেনের ওপর জামানত রাখার হার বাড়ানো হয়েছিলো।