আজ সোমবার ঢাকার পুঁজিবাজার অনেকটাই চাঙা। ডিএসইতে লেনদেন শুরু হওয়ার প্রথম ৩০ মিনিটে সাধারণ সূচক প্রায় ২৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৮৯২ পয়েন্টে।
এ সময় ডিএসইতে লেনদেন হওয়া ২২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২০২টি, কমেছে ২৪টির ও অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। প্রথম ৩০ মিনিটে লেনদেন হয়েছে মোট ৩৫২ কোটি টাকার।
সর্বশেষ ডিএসইতে দাম বাড়ায় শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো—গ্রামীণফোন, বেক্সিমকো লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল), শাইনপুকুর সিরামিকস লিমিটেড ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনস লিমিটেড।