তরুণী ম্যাডোনার নগ্ন ছবি- Naked Medona


এবার নিলামে উঠতে যাচ্ছে তরুণী ম্যাডোনার নগ্ন ছবি। সেই ১৯৭৭ সালে এই হলিউড তারকার কিছু ছবি তোলা হয়েছিল যেখানে ম্যাডোনাকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখা যায়। ওই বছরই তিনি নিউ ইয়র্কে এসেছিলেন নিজের ক্যারিয়ার গড়তে। গোটা কয়েক এমন ছবি আগামী ৮ নভেম্বর অনলাইনে নিলামে উঠবে বলে জানায় দ্য ডেইলি স্টার অনলাইন। মোটা অঙ্কে এই ছবিগুলো বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। ম্যাডোনা তখনো তারকা খ্যাতি পাননি। পেন্টহাউজ ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা বব গুচিয়নি এ ছবিগুলো তুলেছিলেন। ১৯৮৭-তে এ ছবিগুলো ম্যাগাজিনে প্রকাশও করা হয়েছিল। ওই ফটোসেশনে প্রতি ঘণ্টায় ম্যাডোনার উপার্জন ছিল মাত্র ১০ ডলার। গুচিয়নির মৃত্যুর পর উত্তরসূরী জেরেমি ফ্রোমার এ ছবিগুলো তার সংগ্রহে রেখেছিলেন।

আপনার বয় ফ্রেন্ড এই কথাগুলো গোপন রাখবে-What things Boy Friend dont tell you


মেয়েদের কিছু টিপস দেওয়া যাক। প্রেমিক বা স্বামীর সঙ্গে আপনার সম্পর্কের গভীরতা বাধাহীন। দুজন দুজনকে চেনেন নিজের হাতের তালুর মতো। জীবনের যাবতীয় বিষয়ে কারো কোনো রাখঢাক নেই। তবুও জেনে রাখুন, মনোবিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন, ৫টি বিষয়ে আপনার জীবনসঙ্গী টু-শব্দটি পর্যন্ত উচ্চারণ করবেন না। অথচ এসব নিয়ে তার মনে প্রাণে ঝড় বয়ে যাবে। তাই আপনার নিজেকেই এগুলো বুঝে নিতে হবে। ১. বন্ধুদের পছন্দ করা যাবে, কিন্তু ভালবাসা যাবে না: একটি মেয়ে তার বন্ধুদের সাথে মেলামেশা করছে- এমনটা তার প্রেমিক মেনে নিতে পারেন। তাই বলে আপনি সারাদিন তাদের নিয়েই মেতে আছেন তা কিন্তু তিনি মেনে নেবেন না কখনো। একইসাথে এই অপছন্দের কথাটিও আপনাকে জানতে দেবেন না। কাজেই নিজের চর্কায় তেল দিয়ে বুঝে নিন। ২. তার প্রতি তুমি অতিমাত্রায় আসক্ত: সালমানের মোহনীয় ফিগার দেখে বা টম ক্রুজ হাসিতে বিমোহিত হয়ে পড়েন আপনি। কারো ফ্যান হতেই পারেন। কিন্তু এসব নিয়ে মাত্রাতিরিক্ত এবং দৃষ্টিকটু মাতামাতি আপনার সঙ্গীর মোটেই ভাল লাগবে না। ঠিক যেমন হাজবেন্ড বা বয়ফ্রেন্ড ক্যাটরিনা কায়েফ বা অ্যাঞ্জেলিনা জোলির ম্যাগাজিন কাভারের দিকে মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে থাকলে আপনার গায়ে জ্বালা ধরে যাবে। ৩. আরো ভাল কাউকে খুঁজে পেয়েছ কি?: মনের এ ভাব আপনার কাছে কখনোই প্রকাশ করবেন না তিনি। কিন্তু তার মনে এমন শঙ্কা সবসময় থাকবে যে, আপনি তার চেয়ে ভাল এবং যোগ্য কাউকে হয়তো খুঁজে পেয়েছেন। এ দুশ্চিন্তা আপনার মধ্যেও কাজ করবে। ৪. আলিঙ্গনে যৌন অনুভূতি নাও থাকতে পারে: শুধু মেয়েরাই তার ভালবাসার মানুষের আলিঙ্গনে থাকতে পছন্দ করেন না, ছেলেরাও তার প্রেমিকা বা সঙ্গিনীকে জড়িয়ে ধরে একটু প্রশান্তি খুঁজে নিতে ভালবাসেন। আপনাকে আবেগে জড়িয়ে ধরা মানে এই নয় যে, সে আপনাকে বিছানায় পেতে চাইছে। আবার তার অন্তরে যে কোনো দুষ্টুমি নেই এমনও নয়। এসব বিষয়ে কিছু ভিন্ন ও বৈচিত্রময় চাহিদা থাকতেই পারে যা প্রকাশযোগ্য নয়। ৫. জানতে চেয়ো না আমরা বন্ধুরা কী করি: আপনার প্রাণের সঙ্গীটি তার বন্ধুদের সাথে কী করেন বা কোথায় যান তার বিস্তারিত বর্ণনা আপনাকে দেবেন, তা ভুলেও আশা করবেন না। জিজ্ঞাসা করলেও তিনি এড়িয়ে যাবেন। কাজেই এসব মেনে নেওয়াই ভাল। - See more at: http://www.kalerkantho.com/online/lifestyle/2013/10/29/16241#sthash.x1xOsCmp.dpuf