শেয়ারবাজার   ::::   ছোট

((১৭৪৪)) অভিনব সেবা


শেয়ারবাজার   ::::  বিশ্বের অন্যতম টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এয়ারটেল বাংলাদেশে এয়ারটেলের নতুন সেবা ‘পাঠশালা’বাংলাদেশে তাদের নতুন এবং অভিনব সেবা ‘পাঠশালা’ চালু করেছে।

সোমবার এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের চিফ সার্ভিস অফিসার রুবাবা দৌলা এবং অন্যান্য কর্মকর্তারা বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থিত এয়ারটেল কেন্দ্র গুলোতে এই সেবার উদ্বোধন করেন।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঠশালা সেবার মাধ্যমে সমগ্র দেশজুড়ে এয়ারটেলের চ্যানেল পার্টনার তথা ডিস্ট্রিবিউটর ও রিটেইলাররা খুব সহজেই এয়ারটেলের সেবা, ব্যবস্থাপনা এবং কার্যক্রম সংক্রান্ত সকল প্রকার তথ্য খুব সহজেই জানতে এবং অন্যদের জানাতে পারবেন।

এয়ারটেলের গ্রাহকেরা, পাঠশালার সেবা গ্রহণকারী সকল সহযোগিদের কাছ থেকে খুব সহজেই জেনে নিতে পারবেন এয়ারটেল সংক্রান্ত তথ্য।

((১৭৪৩)) কার্যক্রম চালু করা সম্ভব

শেয়ারবাজার   ::::  পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আগামী বছরের ডিসেম্বর নাগাদ দেশের দুই স্টক এক্সচেঞ্জে ডিমিউচ্যুয়ালাইজেশন কার্যক্রম চালু করা সম্ভব হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তবে এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি বলে জানান তিনি।
সোমবার বিকেলে অর্থমন্ত্রণালয়ে ডিমিউচ্যুয়ালাইজেশন কার্যক্রমের অগ্রগতির ওপর দেশের দুই স্টক একচেঞ্জের পক্ষ থেকে এক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান, এসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, এসইসির চার সদস্য, ডিএসই সভাপতি শাকিল রিজভী, সিএসই সভাপতি ফখর  উদ্দিন আলী আহমেদ প্রমুখ। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ডিমিউচ্যুয়ালাইজেশন কার্যক্রমের ওপর দুই স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে দুটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়েছে। আমি দেখেছি , কিন্তু কোনো মন্তব্য করিনি। তবে রোড ম্যাপ অনুযায়ী-ই কাজটি এগুচ্ছে। কিছু আইন-কানুনও করতে হবে।

এছাড়া শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে তার মতামত জানতে চাইলে ‘এ বিষয়ে নো কমেন্ট’ বলে তিনি তা এড়িয়ে যান।

ডিএসই সভাপতি শাকিল রিজভী সাংবাদিকদের বলেন, ডিমিউচ্যুয়ালাইজেশনের লক্ষ্যে গত ফেব্রুয়ারিতে একটি কমিটি গঠন করা হয়েছে। গঠিত ওই কমিটি কাজ করে যাচ্ছে। আজকের বৈঠকে কাজের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে। তবে বিষয়টি নিয়ে আরো একাধিকবার অর্থমন্ত্রীর সঙ্গে বসতে হবে।

তিনি বলেন, ডিমিউচ্যুয়ালাইজেশনের বিষয়ে সরকার, ডিএসই ও সিএসই সকলেই অত্যন্ত আন্তরিক। সুতরাং এটা না হওয়ার কোনো কারণ নেই।
ডিমিউচ্যুয়ালাইজেশনের  ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থের দিকটিই অধিক গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান।
সিএসই সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ বলেন, দ্রুততম সময়ের মধ্যেই কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন দেশের মডেল ও অভিজ্ঞতা কাজে লাগানো হচ্ছে। 

((১৭৪২)) অসন্তোষ প্রকাশ করেছেন গভর্নর ড. আতিউর রহমান

শেয়ারবাজার   ::::  বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগের কার্যক্রমে চরম অসন্তোষ প্রকাশ করেছেন গভর্নর ড. আতিউর রহমান।

মঙ্গলবার ব্যাংকের বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এই অসন্তোষ প্রকাশ করেন।

এ সময় তিনি বৈদেশিক মুদ্রানীতি বিভাগ, ইলেকট্রনিক মানি ট্রান্সফার নেটওয়ার্ক ও বৈদেশিক বিনিয়োগ বিভাগ পরিদর্শন করেন। ওইসব বিভাগের কাজকর্মে অব্যবস্থাপনা দেখে তিনি বেশ কয়েকজন কর্মকর্তাকে মৌখিকভাবে শোকজ করেন।

এসব অব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী ১৭ সেপ্টেম্বর তিনি একটি জরুরি সভা ডেকেছেন।

পরিদর্শনের সময় বিভিণ্ণ বিভাগ থেকে জনবল সঙ্কটের কথা জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে শিক্ষানবীশ কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন।

তিনি ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক ও মহাব্যবস্থাপককে নিয়িমিত বিভিন্ন বিভাগের  কার্যক্রম পরিদর্শনের তাগিদ দেন।

((১৭৪১)) এপেক্স ফুডের স্বাভাবিক লেনদেন শুরু

শেয়ারবাজার   ::::  বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেটের পর বুধবার থেকে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি এপেক্স ফুডের স্বাভাবিক লেনদেন শুরু হবে।

৬ সেপ্টেম্বর মঙ্গলবার এজিএময়ের রেকর্ড ডেটের কারণে এ কোম্পানির লেনদেন স্থগিত ছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মঙ্গলবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।

‘এ’ ক্যাটাগরির এপেক্স ফুড ১৯৮১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ১০০ টাকা ফেসভ্যালুর এ কোম্পানির শেয়ার সোমবার ৯০৯ টাকা দরে লেনদেন হয়।

(১৭৪০) ভেরি ব্যড কন্ডিশন

শেয়ারবাজার   ::::  আগের দুই কার্যদিবসের ধারবাহিকতায় সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের(সিএসই) সূচক পড়ছে। তবে এদিন লেনদেনের প্রথম আধ ঘণ্টা উভয় বাজার চাঙা ছিল। এর পরই কমতে থাকে দুই স্টক এক্সচেঞ্জের সূচক। দুই ঘণ্টা শেষে ডিএসইর সূচক কমেছে ৩০ ও সিএসইতে ২৩ পয়েন্ট।

এদিন ডিএসই ও সিএসইতে সূচক বেড়ে লেনদেন শুরু হয়। সকাল ১১টা থেকে ১১ টা ২৫ মিনিট পর্যন্ত ডিএসইর সূচক আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট বাড়ে। তবে পরের পাঁচ মিনিট ৩ পয়েন্ট সূচক হারায়। যার ধারাবাহিকতা বজায় ছিল দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এক পর্যায়ে ডিএসইর সূচক আগের দিনের চেয়ে ৪০ পয়েন্ট কমে গিয়েছিল।

লেনদেনের প্রথম আধঘণ্টায় ডিএসইর সূচক বাড়ে ৩০ ও সিএসইর ৫১ পয়েন্ট। দেড়ঘণ্টা শেষে ডিএসইর সূচক ৩০ পয়েন্ট কমলেও সিএসইতে ৯ পয়েন্ট বাড়ে।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১টা ১৪ মিনিটে ডিএসইতে লেনদেন হয় ২৪৩টি প্রতিষ্ঠানের। এর মধ্যে ৩৩টির দাম বেড়েছে ১৯২টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে বাকি ১৮টি প্রতিষ্ঠানের দাম।

একই সঙ্গে ডিএসইর সাধারণ সূচক ৩০ পয়েন্ট কমে নেমে যায় ৬ হাজার ১১১ পয়েন্টে।

মোট লেনদেন হয়েছে ১৮৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

লেনদেনের ভিত্তিতে ডিএসইর শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- লাফার্জ সুরমা, যমুনা অয়েল, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ইসলামী ব্যাংক, ইউনাইটেড এয়ার, এমআই সিমেন্ট, বিএসআরএম স্টিল ও সিটি ব্যাংক।

অন্যদিকে, দুপুর ১টা ১৩ মিনিটে সিএসইতে ১৫৫টি কোম্পানির লেনদেন হয়। এর মধ্যে ১৩টি কোম্পানির দাম বেড়েছে, ১৩৩টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৯টির দাম।

পাশাপাশি সিএসইর সাধারণ সূচক ২৩ পয়েন্ট কমে দাঁড়ায় ১১ হাজার ১১৯ পয়েন্টে।

মোট লেনদেন হয়েছে ২২ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

(১৭৩৯) অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান

শেয়ারবাজার   ::::  শেয়ারবাজারের কার্যক্রম বিন্যস্তকরণের (ডিমিউচ্যুয়ালাইজেশন) জন্য সামগ্রিক পরিকল্পনা বা রোড ম্যাপ উপস্থাপন করেছে দুই স্টক এঙ্চেঞ্জ।সোমবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই স্টক এঙ্চেঞ্জের পক্ষ থেকে রোড ম্যাপ উপস্থাপন করা হয়। বৈঠক থেকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, আইনি কাঠামো চূড়ান্ত করে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদে এ-সংক্রান্ত বিল উত্থাপন করা হবে। অর্থমন্ত্রী দুই স্টক এঙ্চেঞ্জের নেতাদের ডিমিউচ্যুয়ালাইজেশনের আইনি কাঠামো তৈরির জন্য ধারণাপত্র বা কনসেপ্ট পেপার জমা দিতে বলেন। আগামী ডিসেম্বরের মধ্যে এ কনসেপ্ট পেপার জমা দেওয়ার জন্য সময় বেঁধে দেন তিনি। বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ছাড়াও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনসহ চার সদস্য, এসইসির সাবেক চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, দুই স্টক এঙ্চেঞ্জের কর্মকর্তারা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গেছে, ২০১২ সালের ডিসেম্বরের মধ্যে বিন্যস্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কোন ধাপে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন হবে_সে বিষয়ে দুই স্টক এঙ্চেঞ্জের পক্ষ থেকে অর্থমন্ত্রীর কাছে সামগ্রিক পরিকল্পনা বা রোড ম্যাপ উপস্থাপন করা হয়। স্টক এঙ্চেঞ্জের পক্ষ থেকে জানানো হয়, দেশের দুটি স্টক এঙ্চেঞ্জের (ডিএসই এবং সিএসই) কার্যক্রমই বর্তমানে আংশিকভাবে বিন্যস্ত (সেমি-ডিমিউচ্যুয়ালাইজড) রয়েছে। পরিচালনা পর্ষদে সদস্যদের (ব্রোকারেজ হাউস) সরাসরি ভোটে নির্বাচিত পরিচালকের পাশাপাশি বিভিন্ন পর্যায় থেকে মনোনীত ব্যক্তিরাও রয়েছেন। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাজে পরিচালনা পর্ষদ সরাসরি কোনো হস্তক্ষেপ করে না। বিন্যস্তকরণ কার্যক্রম সম্পন্ন হলে স্টক এঙ্চেঞ্জের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে পৃথক হয়ে যাবে।

(১৭৩৮) নতুন ব্যংক

বাংলাদেশ ব্যাংক বিজ্ঞাপন দিয়ে নতুন ব্যাংকের আবেদন আহ্বান করবে। কেন্দ্রীয় ব্যাংকের সূত্রগুলো বলছে, আবেদন পাওয়ার পর সেগুলো যাচাই করা হবে। উদ্যোক্তা ও পরিচালকদের যোগ্যতা যাচাইয়ের পর উত্তীর্ণদের কারিগরি মূল্যায়ন করা হবে দক্ষ ব্যক্তিদের দিয়ে। এরপর উত্তীর্ণদের প্রস্তাবগুলো হাজির করা হবে উচ্চক্ষমতাসম্পন্ন কেন্দ্রীয় ব্যাংকের একটি কমিটির কাছে। এই কমিটির বিবেচনা করা আবেদনগুলো সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে উপস্থাপন করা হবে। পর্ষদ যাদের অনুমোদন দেবে, তাদের নামে ইচ্ছাপত্র দেওয়া হবে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশ ব্যাংক ২০০৬ সালে নতুন ব্যাংক প্রতিষ্ঠার একটি দিকনির্দেশনা প্রকাশ করে। আর গতকাল প্রকাশ করা হয় নতুন দিকনির্দেশনা। নতুন দিকনির্দেশনায় পরিশোধিত মূলধন, আবেদনের জন্য অফেরতযোগ্য অর্থ, শাখা স্থাপনের শর্ত, কিছু ক্ষেত্রে ঋণ বিতরণের বাধ্যবাধকতার মতো নতুন শর্ত যুক্ত করা হয়েছে।
প্রস্তাবিত ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালকের সক্ষমতা, যোগ্যতা, সততা বিষয়ে শর্তযুক্ত রয়েছে দিকনির্দেশনায়। এতে বলা হয়েছে, প্রস্তাবিত ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালকের অতীতের কর্মকাণ্ড কোনো নিয়ন্ত্রক সংস্থা বা আদালত কর্তৃক ভিন্নভাবে বিবেচনা করা হয়েছে কি না, তা যাচাই করা হবে।
নতুন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা হবে ১৩ জন। প্রস্তাবিত ব্যাংকের প্রধান নির্বাহীর ১৫ বছরের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
নতুন ব্যাংক প্রতিষ্ঠিত হলে তার শাখা একটি শহরে হলে অপরটি গ্রামে স্থাপন করতে হবে কিংবা বাংলাদেশ ব্যাংক সময় সময়ে যে নির্দেশনা দেবে, তার ভিত্তিতে শাখা খুলতে হবে। ব্যাংকটিকে অন্তত ৫ ভাগ ঋণ কেন্দ্রীয় ব্যাংক যে নির্দেশনা দেবে, তার ভিত্তিতে বিতরণ করতে হবে। ব্যাংকটির আয়ের অন্তত ১০ ভাগ সামাজিক দায়বদ্ধ খাতে (সিএসআর) ব্যয় করতে হবে।
আবেদনের সঙ্গে প্রস্তাবিত ব্যাংকের সম্পদের ঝুঁকির দিকগুলো যেসব এলাকা বা খাতে ব্যাংকিং সেবা পৌঁছেনি, সেসব ক্ষেত্রে সেবা পৌঁছানো কৌশল, ফি ও মাশুল কমিয়ে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যকে প্রতিযোগিতাশীল করতে কৌশল, রপ্তানি বহুমুখীকরণের কৌশল ও অপ্রচলিত রপ্তানি উৎ সাহিত করার কৌশলপত্রও উপস্থাপন করতে হবে।

(১৭৩৭) নতুন ব্যাংকের উদ্যোক্তাদের শেয়ার

শেয়ারবাজার   ::::  নতুন ব্যাংকের উদ্যোক্তাদের শেয়ার বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কার্যক্রম শুরুর পর থেকে তিন বছর পর্যন্ত বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে। আয়কর দেওয়া অর্থে ও আয়কর বিভাগের প্রত্যায়িত টাকায় ব্যাংকের উদ্যোক্তা হতে হবে। ঋণ করে সেই অর্থে ব্যাংকের উদ্যোক্তা শেয়ারের মালিক হওয়া যাবে না। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ নিয়ে খেলাপি রয়েছেন, এমন কোনো ব্যক্তি বা তাঁর পরিবারের সদস্য ব্যাংকের উদ্যোক্তা হিসেবে থাকতে পারবেন না।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে চলতি অর্থবছরের বাজেট পাসের দিন (২৯ জুন) ঘোষণা দেন, দেশে নতুন ব্যাংক প্রতিষ্ঠার লাইসেন্স দেওয়ার জন্য আগামী মাসেই দরপত্র আহ্বান করা হবে।
এর পর থেকেই দেশে নতুন ব্যাংক প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর আগে থেকেই বিশেষত বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দলীয় রাজনীতিক, রাজনীতি-সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বুদ্ধিজীবীরা নতুন ব্যাংকের লাইসেন্স পেতে কেন্দ্রীয় ব্যাংকে তৎ পরতা চালাচ্ছিলেন। নতুন ব্যাংক প্রতিষ্ঠার বিষয়টি রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে বলে অর্থমন্ত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
সরকারের নির্দেশনা অনুসারে বাংলাদেশ ব্যাংক নতুন ব্যাংক স্থাপনের সম্ভাব্যতার সমীক্ষাও তৈরি করেছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় বৈঠকে এই সমীক্ষা ধরে ব্যাংক প্রতিষ্ঠার বিষয়টির সুরাহা হবে।

(১৭৩৬) ব্যংকের নতুন

শেয়ারবাজার   ::::  নতুন ব্যাংক প্রতিষ্ঠা করতে হলে কমপক্ষে ৪০০ কোটি টাকার পরিশোধিত মূলধনের সংস্থান থাকতে হবে। আর লাইসেন্সের জন্য আবেদন করতে হলে আট লাখ টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট দিতে হবে বাংলাদেশ ব্যাংকের নামে।
লাইসেন্স পেলে ব্যবসায়িক কার্যক্রম শুরুর তিন বছরের মধ্যে ব্যাংকটিকে শেয়ারবাজারে যেতে হবে। ছাড়তে হবে নতুন করে আরও ৪০০ কোটি টাকার শেয়ার।
বাংলাদেশ ব্যাংক দেশে নতুন ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে নতুন এই খসড়া দিকনির্দেশনাটি কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে গতকাল সোমবার প্রকাশ করেছে।
খসড়া অনুযায়ী কোনো ব্যাংক-উদ্যোক্তা কমপক্ষে ব্যাংকটির এক কোটি টাকার শেয়ার কিনবেন এবং কোনো ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠান একক বা যৌথভাবে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত শেয়ার ধারণ করতে পারবে ব্যাংকটির।
পরিবার বলতে স্বামী-স্ত্রী, পিতা, মাতা, পুত্র, কন্যা, ভাই, বোন এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের বোঝানো হয়েছে। সর্বোচ্চ ১০ শতাংশ শেয়ার ধারণের এই শর্ত শিথিল হতে পারে বিদেশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ বিনিয়োগে ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে।

(১৭৩৫) এমন এক মডেলের ট্যাবলেট

শেয়ারবাজার   ::::  সম্প্রতি জাপানি ইলেকট্রনিক কোম্পানি সনি এমন এক মডেলের ট্যাবলেট কম্পিউটার তৈরি করেছে, যা সহজেই ভাঁজ করে হ্যান্ডব্যাগে রাখা যাবে। সনি কর্তৃপক্ষ মনে করছে, এ মডেলটি বাজারে আইপ্যাডের সঙ্গে সহজেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। নতুন এ ডিভাইসটির নাম দেওয়া হয়েছে ‘ট্যাবলেট পি’। কর্তৃপক্ষ দাবি করছে, এটিই বিশ্বের সর্বপ্রথম ট্যাবলেট কম্পিউটার, যা সহজেই ভাঁজ করা যায়। ট্যাবলেটটিতে রয়েছে আলাদা আলাদা ৫.৫ ইঞ্চি মাপের দুটি টাচস্ক্রিন ডিসপ্লে। এই ডিসপ্লের দুটি অংশই ভাঁজ করে একত্রে রাখা যায় বলে এটি সহজেই স্থানান্তরযোগ্য। মজার ব্যাপার হচ্ছে, এ দুটি টাচস্ক্রিনে আলাদাভাবেও কাজ করা যায়, আবার একত্রে বড় স্ক্রিন তৈরি করেও এতে কাজ করা সম্ভব। শুধু তা-ই নয়, এ ট্যাবলেট পিতে রয়েছে ১৬ গিগাবাইট মেমোরি, ওয়াই-ফাই ও থ্রি-জি সুবিধা। আর এর দাম নির্ধারণ করা হয়েছে ৪৭৯ পাউন্ড।