(৭৯৫) বেক্সিমকো ও বেক্সটেক্স--BEXIMCO & BEXTEX

শেয়ারবাজার :::: পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের আরও দুই কোম্পানি একীভূত হচ্ছে কোম্পানি দুটি হলো বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড বেক্সটেক্স লিমিটেড
কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ আজ বৃহস্পতিবার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে তথ্য জানা গেছে
এর আগে বেক্সিমকো লিমিটেডের সঙ্গে একই গ্রুপের আরও তিন কোম্পানি যথাক্রমে শাইনপুকুর হোল্ডিংস, বেক্সিমকো ফিশারিজ বেক্সিমকো অনলাইন একীভূত হয় আর তালিকাভুক্ত অন্য চার কোম্পানি বেক্সিমকো টেক্সটাইল, পদ্মা টেক্সটাইল, বেক্সিমকো ডেনিমস বেক্সিমকো নিটিং একীভূত হয়ে রূপান্তরিত হয় বেক্সটেক্স লিমিটেডে
ডিএসইর খবরে জানা গেছে, আইনগত নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার ওপর সিদ্ধান্তের কার্যকারিতা নির্ভর করছে তবে অনুমোদন পাওয়া গেলে চলতি বছরের জানুয়ারি কোম্পানি বেক্সিমকো লিমিটেড বেক্সটেক্স লিমিটেডের একীভূত হওয়ার বিষয়টি কার্যকর হবে একীভূত হলে বেক্সটেক্সের শেয়ারধারীরা নিজ কোম্পানির পাঁচটি শেয়ারের পরিবর্তে বেক্সিমকো লিমিটেডের একটি শেয়ার পাবেন একইভাবে বেক্সিমকো লিমিটেডের শেয়ারধারীরা একটি শেয়ারের বিপরীতে পাবেন বেক্সটেক্সের পাঁচটি শেয়ার শেয়ারের মূল্যায়নকারী প্রতিষ্ঠান (ভ্যালুয়ার) মেসার্স আতা খান অ্যান্ড কোম্পানি মূল্যায়নের ভিত্তিতে শেয়ারের অনুপাত নির্ধারণ করা হয়েছে বলে ডিএসইর খবর থেকে জানা গেছে

(৭৯২) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৫ তারিখ জেনেভা যাওয়ার আগেই

শেয়ারবাজার :::: অর্থ মন্ত্রণালয়ের বৈঠক শেষে দুপুরে বলেছিলেন, আজ (বৃহস্পতিবার) বিকেলেই এসইসি’র নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কিন্তু সন্ধ্যায় বললেন, ‘শিগগিরই নাম ঘোষণা হবে।’

এক পর্যায়ে বললেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৫ তারিখ জেনেভা যাওয়ার আগেই তাদের নাম প্রকাশ করা হবে।’

সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ‘শিগগিরই এসইসি চেয়ারম্যানসহ অপর ২জন সদস্যের নাম ঘোষণা করা হবে।’

তবে এদের নিয়োগের বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের সঙ্গে চুক্তি করা হবে।’

সময়কবে নাগাদ তাদের নিয়োগ দেওয়া হবে’ জানতে চাইলে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আগে কথা দিয়েও কথা রাখতে পারিনি তাই এবার সুনির্দিষ্ট করে কোনও তারিখ বলতে চাই না।’

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৫ তারিখ জেনেভা সফরে যাওয়ার আগেই তাদের নাম প্রকাশ করা হবে বলে তিনি জানান

সময় এসইসি’র বর্তমান চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার কবে পদত্যাগ করবেন জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘সময় হলেই তিনি পদত্যাগ করবেন তবে আমাদের প্রয়োজন আছে বলেই তাকে এখনও যেতে দিচ্ছি না।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুঁজিবাজার নিয়ে কোনও ধরনের প্যানিক (ভীতি) ছড়ানো হবে অর্থহীন।’

(৭৮১) শেষ ভালোত সব ভাল

শেয়ারবাজার :::: ধারাবাহিক দরপতনের পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার পুঁজিবাজারে বেশিরভাগ কোম্পানির দাম, সূচক লেনদেন বেড়েছে

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক বেড়েছে ১২৯ পয়েন্ট চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৩৩ পয়েন্ট

একইসঙ্গে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিএসইতে ২২৮টির দর বেড়েছে সিএসইতে বেড়েছে ১৭১টির

ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ডিএসইর লেনদেন শুরু হয় সূচকের নিম্নগতি দিয়ে এরপর গত কয়েক দিনের মতো সূচক ওঠানামা করে

বেলা সাড়ে ১১টা থেকে সূচক বাড়তে শুরু করে তা পৌনে ১টা পর্যন্ত ধরে রাখে এরপরের পনের মিনিট আবার সূচক কমে যায় তবে পরবর্তীতে দুপুর ১টা থেকে দিনের লেনদেন বন্ধ হওয়ার আগ পর্যন্ত সূচক বেড়েছে

দিনশেষে ডিএসইর সাধারণ সূচক ১২৯ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ৫৬১২ দশমিক ৫১ পয়েন্টে উঠে আসে

লেনদেন হওয়া ২৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২২৮টির, কমেছে ১৭টির অপরিবর্তিত ছিল চারটি প্রতিষ্ঠানের দাম

ডিএসইতে লেনদেন হয় মোট ৪৪৯ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার ইউনিট আগের দিনের চেয়ে যা ১৪২ কোটি ৮৭ লাখ হাজার টাকা বেশি

লেনদেনের ভিত্তিতে দশ প্রতিষ্ঠানের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড এদিন কোম্পানির শেয়ারের দাম ৭২ দশমিক ২০ টাকা কমে সর্বশেষ ১৫৮ দশমিক ৫০ টাকায় লেনদেন হয়

অন্য প্রতিষ্ঠানগুলো হলো- বেক্সটেক্স, বিএসআরএম স্টিল, তিতাস গ্যাস, আফতাব অটোমোবাইলস, ইউনাইটেড এয়ারওয়েজ, আরএন স্পিনিং, আরএকে সিরামিক, পিএলএফএসএল ম্যাকসন্স স্পিনিং

দাম বাড়ার শীর্ষ দশ প্রতিষ্ঠান ছিল- বিডি ফিন্যান্স, এশিয়া ইন্স্যুরেন্স, বিডিকম, ফাইন ফুডস, প্রাইম ইন্স্যুরেন্স, বিডি ওয়েল্ডিং, গোল্ডেন সন, দেশবন্ধু পলিমার, ইনটেক অনলাইন সিটি জেনারেল ইন্স্যুরেন্স

সবচেয়ে বেশি দাম কমা দশ প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো, রেনেটা, বেক্সটেক্স, বেক্সিমকো ফার্মা, কর্ণফুলী ইন্স্যুরেন্স, বিডি থাই, শাইনপুকুর সিরামিকস, মডার্ন ডায়িং, বেক্সিমকো সিনথেটিক্স পাইওনিয়ার ইন্স্যুরেন্স

অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সিএসইর সাধারণ সূচক ২৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১০ হাজার ৯২ পয়েন্টে

সার্বিক সূচক ৩৬১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৬৭৪ পয়েন্টে পৌঁছেছে

লেনদেন হওয়া ১৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭১টির দাম বেড়েছে, ১৩টির কমেছে এবং পাঁচটি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত ছিল

সিএসইতে লেনদেন হয় মোট ৭২ কোটি ৫৭ লাখ ৭৭ হাজার ৯১৪ টাকার শেয়ার ইউনিট আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ইউনিট

(৭৬৭) চিঠি

শেয়ারবাজার :::: চিঠিতে এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার, ডিএসইর সভাপতি শাকিল রিজভী তাঁর স্ত্রী রেহানা রিজভী এবং ডিএসইর সাবেক সভাপতি রকিবুর রহমান তাঁর স্ত্রী গুলজার বেগমের ব্যাংক হিসাবে লেনদেনের যাবতীয় তথ্য দিতে বলা হয়েছে
ছাড়া আইসিবির মহাব্যবস্থাপক ইফতেখারুজ্জামান তাঁর স্ত্রী শায়লা জামান, ডিজিএম আবদুর রউফ তাঁর স্ত্রী সাঈদা পারভীনের ব্যাংক হিসাবের তথ্য দিতে বলা হয়েছে