(৩০৬) তবে লেনদেনের মোট

দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টানা চার কার্যদিবসে বেশিরভাগ কোম্পানি মিউচুয়াল ফান্ডের দাম বাড়ার পর অবশেষে মঙ্গলবার সংশোধন হয়েছে এদিন উভয় পুঁজিবাজারে বেশিরভাগ কোম্পানি মিউচুয়াল ফান্ডের দাম কমেছে তবে লেনদেনের মোট পরিমাণ বেড়েছে
মঙ্গলবার ডিএসই‘তে মোট ২৬১টি কোম্পানির লেনদেন হয় এরমধ্যে দাম বেড়েছে ৯৪ টির, কমেছে ১৫৯ টির এবং অপরিবর্তিত ছিল ৮টি কোম্পানির দাম পাশাপাশি সাধারণ সূচক ৮০ পয়েন্ট কমে হাজার ৪শ’ ৫৫ পয়েন্টে স্থির হয় সার্বিক সূচক ৬৩ পয়েন্ট কমে নেমে আসে হাজার ৩শ’ ৫৪ পয়েন্টে
এদিন ডিএসইতে কোটি ৬৬ লাখ ৩৫ হাজার ৫শ’ ৯৭টি শেয়ার মোট হাজার ১শ’ ৪৮ কোটি ১০ লাখ ৫৭ হাজার টাকায় লেনদেন হয় আগের কার্যদিবসে হাজার ৬০ কোটি টাকার লেনদেন হয়েছে
মঙ্গলবার ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল আফতাব অটোমোবাইলস এরপর পর্যায়ক্রমে ছিল কনফিডেন্স সিমেন্ট, বেক্সিমকো, বেক্সটেক্স, ইউনিয়ন ক্যাপিটাল, বে-লিজিং, পিএলএফএসএল, গোল্ডেন সন, তিতাস গ্যাস বিডি ফিন্যান্স
দাম বাড়ার শীর্ষ দশ কোম্পানি হলো- প্রগতি ইন্স্যুরেন্স, এমবি ফার্মা, জুট স্পিনিং, ফার্মা এইডস, রহিম টেক্সটাইল, বঙ্গজ, জেমিনি সি ফুড, সোনার বাংলা ইন্স্যুরেন্স ঢাকা ইন্স্যুরেন্স
দাম কমার শীর্ষ দশ কোম্পানি হলো- ইউনিয়ন ক্যাপিটাল, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক, লিগ্যাসি ফুটওয়্যার, সমতা লেদার, সমরিতা হসপিটাল, মুন্নু জুটেক্স, যমুনা অয়েল, ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ন্যাশনাল হাউজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট
অন্যদিকে, মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট ২০৩টি কোম্পানির লেনদেন হয় এরমধ্যে বেড়েছে ৬২টির, কমেছে ১৩৪ টির অপরিবর্তিত রয়েছে ৭টি কোম্পানির দাম

সিএসইতে সাধারণ সূচক ৩৮ পয়েন্ট কমে ১১ হাজার ৬শ’ ৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে সার্বিক সূচক ৫৮ পয়েন্ট কমে ১৮ হাজার ৪২ পয়েন্টে নেমে আসে এদিন সিএসইতে মোট লেনদেন হয় ১শ’ ১০ কোটি লাখ ৭৬ হাজার টাকার শেয়ার ইউনিট

(৩০৫) পিপলস লিজিং

পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের (পিএলএফএসএল) একজন উদ্যোক্তা জামিল উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, তাঁর কাছে থাকা চার লাখ ৩৬ হাজার ৯১২টি শেয়ারের মধ্য থেকে ৩৫ হাজার শেয়ার আগামী ৩০ কর্মদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রি করতে আগ্রহী।

(৩০৪) রূপালী ব্যাংকের

রূপালী ব্যাংকের ইস্যু ম্যানেজার জানিয়েছেন, ব্যাংকটির ৩০ লাখ ৬৮ হাজার ৭৫০টি শেয়ারের মধ্য থেকে গতকাল পর্যন্ত ৯৪ হাজার ১৮০টি শেয়ার বিক্রি হয়েছে। সূত্র: ডিএসই ওয়েবসাইট

(৩০৩) লেনদেন শেষে আজ মঙ্গলবার

সপ্তাহের তৃতীয় কর্মদিবসের লেনদেন শেষে আজ মঙ্গলবার দুই স্টক এক্সচেঞ্জে সূচক কমলেও লেনদেন কিছুটা বেড়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সঙ্গে কমেছে তালিকাভুক্ত দেড় শতাধিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম। তবে লেনদেন গতকালের চেয়ে কিছুটা বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দিনভর একই চিত্র দেখা গেছে।
আজ ডিএসইতে সাধারণ মূল্যসূচক ৮০.০৬ পয়েন্ট কমে ৬,৪৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ লেনদেন হওয়া ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের। মোট লেনদেন হয়েছে ১,১৪৮ কোটি টাকার, যা গতকালের চেয়ে ৮৮ কোটি টাকা বেশি।
ডিএসইতে আজ সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। তবে সূচক বাড়ার এ ধারা বেশি সময় স্থায়ী হয়নি। প্রথম ঘণ্টার পর সূচক কমতে থাকে, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
সিএসইতে আজ মূল্যসূচক ৫৮.১৫ পয়েন্ট কমে ১৮,০৪২.৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ লেনদেন হওয়া ২০৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের। মোট লেনদেন হয়েছে ১১০ কোটি টাকার, যা গতকালের চেয়ে নয় কোটি টাকা বেশি।