(২৭৫) এসইসির কমিশন সভায় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এমজেএল বাংলাদেশ লিমিটেডের তালিকাভুক্তির ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) নির্দেশ দিয়েছে আজ মঙ্গলবার এসইসির কমিশন সভায় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয় এসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান তথ্য জানিয়েছেন
এসইসি সূত্রে জানা যায়, কোনো প্রতিষ্ঠানের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণের তারিখ থেকে ৭৫ দিনের মধ্যে এসইসিতে তালিকাভুক্ত হতে হয়
বুকবিল্ডিং পদ্ধতিতে শেয়ারের দর নিয়ে প্রশ্ন ওঠায় গত ২০ জানুয়ারি অর্থমন্ত্রীর নির্দেশে এসইসি পদ্ধতিটি স্থগিত করেছিল গত ২৩ জানুয়ারি মবিল যমুনা এমআই সিমেন্টের আইপিও প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু এরই মধ্যে প্রতিষ্ঠান দুটি সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে আইপিওর মাধ্যমে চাঁদা সংগ্রহ করে জন্য আইনি জটিলতা এড়াতে শর্তসাপেক্ষে প্রতিষ্ঠান দুটিকে আইপিও লটারি অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়
শর্ত হচ্ছে তালিকাভুক্তির ছয় মাসের মধ্যে বরাদ্দ মূল্যের চাইতে দর কমে গেলে কোম্পানি শেয়ার বাইব্যাক করবে শর্ত মেনে প্রতিষ্ঠান দুটি আইপিও লটারি অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার বরাদ্দ দেয় কিন্তু বাইব্যাক বিষয়ে কোনো আইন না থাকায় শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে এসইসির পক্ষ থেকে শর্ত দেওয়া হয়
শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি এসইসির শর্ত মেনে নেওয়ার আশ্বাস দিলে দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার জন্য আজ নির্দেশ দেয় কমিশন

(২৭৪) যমুনা অয়েল

যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ৩০ শতাংশ নগদ ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে তথ্য প্রকাশ করা হয়েছে
প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ মে বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলে অনুষ্ঠিত হবে এজিএমের রেকর্ড ডেট এপ্রিল প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময়ে কর-পরবর্তী মুনাফা ৫৬,৪০,৭০,০০০ টাকা, শেয়ারপ্রতি আয় ১২.৫৩ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ৪৬.৭৬ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৪০.৩৫ টাকা

(২৭৩) মূলধন বৃদ্ধির লক্ষ্যে

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং মার্কেন্টাইল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের রাইট শেয়ার অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) আজ মঙ্গলবার এসইসির নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়
এসইসির মুখপাত্র নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের জানান, মূলধন বৃদ্ধির লক্ষ্যে কমিশন সিটি জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঘোষিত : রাইট শেয়ার অনুমোদন করেছে প্রতিষ্ঠানটি রাইট শেয়ারের মাধ্যমে পুঁজিবাজার থেকে ২৭ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করবে ক্ষেত্রে ১০ টাকা অভিহিত মূল্যে প্রতিটি শেয়ারের দাম পড়বে ১৫ টাকা প্রতিটি শেয়ারে পাঁচ টাকা প্রিমিয়াম নেওয়া হবে প্রতিষ্ঠানটির বর্তমান পরিশোধিত মূলধন ১৮ কোটি ১৫ লাখ টাকা ছাড়া বর্তমানে বাজারে প্রতিষ্ঠানটির এক কোটি ৮১ লাখ ৫০ হাজার শেয়ার রয়েছে আজ মার্কেন্টাইল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মূলধন বৃদ্ধির লক্ষে ঘোষিত : রাইট শেয়ারও অনুমোদন করা হয় প্রতিষ্ঠানটি রাইট শেয়ারের মাধ্যমে পুঁজিবাজার থেকে ২৪ কোটি ৭৫ লাখ টাকা সংগ্রহ করবে ক্ষেত্রে ৫০ টাকা প্রিমিয়ামসহ ১০০ টাকা অভিহিত মূল্যে প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা বর্তমানে বাজারে প্রতিষ্ঠানটির ১৬ লাখ ৫০ হাজার শেয়ার রয়েছে প্রতিষ্ঠানটির বর্তমান পরিশোধিত মূলধন ১৬ কোটি ৫০ লাখ টাকা

(২৭২) চোখে পড়ার মতো

দেশের দুই স্টক এক্সচেঞ্জে (ডিএসই সিএসই) আজ মঙ্গলবার সূচক কমার পাশাপাশি কমেছে লেনদেনও তবে ডিএসইতে আজ বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে
ডিএসই সূত্রে জানা যায়, আজ দিনভর সূচকের ওঠানামা ছিল চোখে পড়ার মতো লেনদেনের পাঁচ মিনিটের মাথায় সূচক ৬৭ পয়েন্ট পড়ে যায় কিছুক্ষণের মধ্যে সূচক ৩০ পয়েন্টের বেশি বাড়ে বেলা সোয়া ১১টার দিকে আবারও সূচক নিম্নমুখী হয় এর পর কয়েকবার ওঠানামার পর দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৭৬.৩৬ পয়েন্ট বেড়ে ৬৪৫১.৮৪ পয়েন্টে দাঁড়ায় আজ ডিএসইতে ২৫৮টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে এর মধ্যে বেড়েছে ১২৬টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম মোট লেনদেন হয়েছে এক হাজার ৬৮ কোটি টাকার, যা গতকালের চেয়ে ৫২৪ টাকা কম
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, তিতাস গ্যাস, বেক্সটেক্স, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, আফতাব অটোমোবাইল, ডেসকো, গোল্ডেন সন, ম্যাকসন স্পিনিং, বেক্সিমকো ফার্মা ফু-ওয়াং সিরামিক
আজ সবচেয়ে বেশি বেড়েছে প্রাইম ইনস্যুরেন্সের শেয়ারের দাম ছাড়া ইমাম বাটন, সিএমসি কামাল, আনলিমা ইয়ার্ন, তাল্লু স্পিনিং, হাক্কানি পাল্প, মিথুন নিটিং, বঙ্গজ, ইস্টার্ন লুব্রিক্যান্ট জুট স্পিনার্স দাম বৃদ্ধিতে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে
আজ সবচেয়ে বেশি কমেছে ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের শেয়ারের দাম ছাড়া সমতা লেদার, লিগ্যাসি ফুটওয়্যার, ট্রাস্ট ব্যাংক, আরামিট সিমেন্ট, সামিট অ্যালায়েন্স পোর্ট, ইস্টার্ন ব্যাংক, ওয়ান ব্যাংক সাফকো স্পিনিং দাম কমে যাওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে
অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৭৩.২৮ পয়েন্ট কমে ১৮০৩৮.৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে সময়ে মোট ১৯৯টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে এর মধ্যে বেড়েছে ৭৪টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আজ সিএসইতে ১১৩ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪৩ কোটি টাকা কম