লাভ লোগো

আমার  কিছু  বলার  ছিল
আমার কিছু বলার ছিল
কেয়া ( Keya) - খবর

আরো একটি কেয়া

GET UP AND GO
বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহ করতে কোটি শেয়ার ছাড়বে কেয়া কটন মিলস লিমিটেড শেয়ারের নির্দেশক মূল্য নির্ধারণ করার জন্য আগামী ২৩ ডিসেম্বর হোটেল রেডিসনে রোড-শোর আয়োজন করা হয়েছে বলে জানা গেছে কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা জানা গেছে, কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন ৬৬ কোটি টাকা কোটি শেয়ারের মধ্যে ২০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য, ৬০ ভাগ সাধারণ বিনিয়োগকারীদের জন্য, ১০ শতাংশ প্রবাসী বাংলাদেশী বিনিয়োগকারীদের জন্য এবং ১০ শতাংশ মিউচুয়াল ফান্ডের জন্য বরাদ্দ রাখা হয়েছে কোম্পানির ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড অপরদিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত একই গ্রুপের দুই কোম্পানি কেয়া কসমেটিকস এবং কেয়া ডিটারজেন্ট একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ তালিকাবহির্ভূত কোম্পানি কেয়া সোপ কেমিক্যালসও যোগ দিচ্ছে প্রক্রিয়ায় মূলত কেয়া কসমেটিকস অন্য দুটি প্রতিষ্ঠানকে অধিগ্রহণ করছে প্রক্রিয়া শেষে শেয়ারবাজারে শুধু কেয়া কসমেটিকসের শেয়ার কেনাবেচা হবে কেয়া ডিটারজেন্ট নামে কোনো কোম্পানি থাকবে না ২৫ ডিসেম্বর অনুষ্ঠেয় বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতি এবং হাইকোর্টের অনুমোদনের পর তা কার্যকর হবে কোম্পানি তিনটির পরিচালনা পর্ষদ একীভূতকরণের সময় শেয়ার বিনিময়ের হার চূড়ান্ত করেছে প্রস্তাবনা অনুসারে কেয়া ডিটারজেন্টের দশমিক ১৬৬৯৯৪টি শেয়ার এবং কেয়া সোপের দশমিক ৭৭৭৪৯ শেয়ারের বিপরীতে একটি করে কেয়া কসমেটিকসের শেয়ার পাওয়া যাবে গত ডিসেম্বর কোম্পানির পক্ষ থেকে বিষয়ে এসইসি এবং দুই স্টক এক্সচেঞ্জকে অবহিত করা হয়েছে
 source
জেনে রাখুন ,
share markets.